Father’s day
প্রকাশের সময় : জুন ১৯, ২০২২, ১১:২১ পূর্বাহ্ন /
১৬০
নীতা কবি মুখার্জী
পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপঃ।
আজ নাকি father’s day মানে বাবাদের দিন,
বাবার চরনে প্রনাম জানিয়ে শুরু হয় এই দিন।
বাবা মানে হয় বন্ধু ,পিতা, পথের দিশারী,
বাবা মানে হয় কায়মনোবাক্যে সন্তানের শুভকারী।
বাবা মানে হয় সন্তান স্নেহে অন্ধ আত্মত্যাগ
প্রিয় সন্তানের অসুখে বিসুখে আহার নিদ্রা ত্যাগ।
নিজের শিক্ষা দীক্ষা দানে যে প্রথম গুরু কন,
পুত্রের কাছে হেরে গিয়েও যিনি সবচেয়ে খুশী হন।
আমাদের কাল ছিলো না এসব ফাদার মাদার ডে
এখন হয়েছে, তাও ভালো, দেখে প্রাণটা জুড়ায় যে।
বৃদ্ধাশ্রমে রেখে আসে যারা বাবা আর মাকে
বছরে একদিন তাদের জন্য মনটা টাটায় যে।
মনে হোক আর অমনে হোক বাবার ছবিটা দিয়ে
ফেসবুকে মাথা ঠেকায় তারা চোখ ভরা জল নিয়ে।
আধুনিক সমাজে সৃষ্টি হয়েছে অনেক কার্যক্রম
তারই মধ্যে অন্যতম হলো যে বৃদ্ধাশ্রম
বৃদ্ধ বাবারা বাণপ্রস্থে যাবে নাকো আজ আর
তারই বদলে যেতে হবে তাঁকে বৃদ্ধের কারাগার।
প্রিয় বাবার আশীষে আদরে মানুষ ‘মানুষ’ হয়,
সেই গুরুজন বৃদ্ধ হলে যে গুরুতর বোঝা হয়।
এই বোঝা বড়ো বিষম বস্তু ঘরে রাখা বড়ো দায়
বৃদ্ধাশ্রমে রেখে এসে যেন একটু স্বস্তি পায়।
চাকর-বাকর ছাড়িয়ে দিয়ে বাবাকেই করায় কাজ
স্বার্থপরের এই দুনিয়াটাতে বাবারা অসহায় আজ।
সুযোগ্য সন্তান,সুচিন্তক সব, বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়
নিজের জীবনেও একই হাল হবে, সেটা সে বোঝে না, হায়!
এই কথাটাই বারে বারে আমরা সবাই যে ভুলে যাই,
সবার উপরে বাবা-মা সত্য তাহার উপরে নাই।
পূরাণকালের শ্রবণকুমার কাঁধে বাবা-মা’র ঝুলি,
সেই সমাজের সন্তান হয়ে দায়িত্ব নিতে ভুলি?
আপনার মতামত লিখুন :