০৫:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

    সাদিয়া ‍আইমান

    • Reporter Name
    • Update Time : ০১:০০:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪
    • ৭১৪ Time View
    ছোট পর্দার হালের জনপ্রিয় মুখ অভিনেত্রী সাদিয়া আয়মান। ক্যারিয়ার খুব বেশি দিনের না হলেও আলো কেড়েছেন অল্প সময়েই। রোমান্টিক, নরম, ভদ্র চরিত্রগুলোতেই বেশি দেখা মেলে তার। তবে ভিন্নধর্মী চরিত্রেও নিজেকে প্রমাণ করতে চান তিনি।
    গত ঈদে বেশ কয়েকটি নাটকে দেখা গেছে সাদিয়াকে। কিন্তু ট্রেন্ডিংয়ে থাকা ঈদের অন্যান্য নাটকগুলোর তুলনায় তার নাটকের ভিউ তেমন একটা নেই। বিষয়টি নিয়ে কী ভাবছেন অভিনেত্রী? জানালেন, ভিউ নিয়ে খুব একটা ভাবেন না তিনি। সাদিয়া আয়মান বলেন, ‘হয়তো ভিউ অত নেই, কিন্তু নাটকগুলো পরিবারের সবাই মিলে দেখতে পারবে। নাটকগুলোতে সেই মানসম্মত উপাদান রয়েছে। আমি কাজ নিয়ে দর্শকদের মন্তব্যগুলো দেখি। আমার নাটক নিয়ে মন্তব্যগুলো দেখবেন, সবাই প্রশংসা করেছেন। এটাই আমার অর্জন।’ চিত্রনাট্য নির্বাচনের সময় গল্পটা কতটা শক্তিশালী, কী বার্তা দিচ্ছে, সেটা মাথায় রাখেন এই তরুণ অভিনেত্রী। অনেকসময় দেখা যায়, গল্প ভালো কিন্তু সংলাপ মনের মতো হয়নি। তখন আলোচনার মাধ্যমে সংলাপে বদল আনেন। এভাবেই ভালো কাজ দিয়ে দর্শকের কাছে পৌঁছাতে চান সাদিয়া।
    অভিনেতা খায়রুল বাসারের সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন সাদিয়া আয়মান। টেলিভিশন পাড়ায় গুঞ্জন রটে, পর্দার বাইরেও রোমান্সে মজেছেন এই জুটি। বিষয়টি নিয়ে সাদিয়ার মন্তব্য পাওয়া না গেলেও খায়রুল বাসার মুখ খোলেন।
    তিনি বলেন, ‘গুঞ্জনের বিষয়টা আমিও শুনেছি। বাইরে থেকে অনেকেই অনেক কথা বলেন। এটা আমি এনজয় করি। থ্রিলিং মনে হয়। একসঙ্গে বেশি কাজ হলেই কি প্রেম হয়? এমন গুঞ্জন নতুন নয়। আমরা একসঙ্গে বেশি কাজ করি। এর কারণ আমাদের সময় মিলে যাচ্ছে, আবার আমরা সময় মিলিয়ে নিচ্ছি। আবার প্রযোজকরা দেখছেন আমাদের একসঙ্গে অভিনীত কাজগুলো দর্শক পছন্দ করছেন। তখন অন্যরাও আমাদের একসঙ্গে কাস্টিং করছেন। গল্প পছন্দ হচ্ছে। দুজনই ওকে বলছি। যার ফলে বেশি কাজ হচ্ছে, এই যা।’
    টেলিভিশন, ওটিটির পর এবার সাদিয়াকে দেখা যাবে বড় পর্দায়। মুক্তির অপেক্ষায় রয়েছে এই অভিনেত্রীর ‘কাজলরেখা’ ছবিটি। এটি পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম। এছাড়া শিগগির একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। সেখানে তার লুক ও চরিত্র ভক্তদের চমকে দেবে বলে মনে করেন তরুণ এই অভিনেত্রী।
    ×
    7 November 2025 05:45


    Tag :

    Write Your Comment

    Your email address will not be published. Required fields are marked *

    Save Your Email and Others Information

    About Author Information

    জনপ্রিয় পোস্ট

    সিলেট ৩ আসনে এমএ মালিক প্রার্থিতায় বিস্মিত নেতাকর্মীরা, নিস্থব্দ তিন উপজেলা

    সাদিয়া ‍আইমান

    Update Time : ০১:০০:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪
    ছোট পর্দার হালের জনপ্রিয় মুখ অভিনেত্রী সাদিয়া আয়মান। ক্যারিয়ার খুব বেশি দিনের না হলেও আলো কেড়েছেন অল্প সময়েই। রোমান্টিক, নরম, ভদ্র চরিত্রগুলোতেই বেশি দেখা মেলে তার। তবে ভিন্নধর্মী চরিত্রেও নিজেকে প্রমাণ করতে চান তিনি।
    গত ঈদে বেশ কয়েকটি নাটকে দেখা গেছে সাদিয়াকে। কিন্তু ট্রেন্ডিংয়ে থাকা ঈদের অন্যান্য নাটকগুলোর তুলনায় তার নাটকের ভিউ তেমন একটা নেই। বিষয়টি নিয়ে কী ভাবছেন অভিনেত্রী? জানালেন, ভিউ নিয়ে খুব একটা ভাবেন না তিনি। সাদিয়া আয়মান বলেন, ‘হয়তো ভিউ অত নেই, কিন্তু নাটকগুলো পরিবারের সবাই মিলে দেখতে পারবে। নাটকগুলোতে সেই মানসম্মত উপাদান রয়েছে। আমি কাজ নিয়ে দর্শকদের মন্তব্যগুলো দেখি। আমার নাটক নিয়ে মন্তব্যগুলো দেখবেন, সবাই প্রশংসা করেছেন। এটাই আমার অর্জন।’ চিত্রনাট্য নির্বাচনের সময় গল্পটা কতটা শক্তিশালী, কী বার্তা দিচ্ছে, সেটা মাথায় রাখেন এই তরুণ অভিনেত্রী। অনেকসময় দেখা যায়, গল্প ভালো কিন্তু সংলাপ মনের মতো হয়নি। তখন আলোচনার মাধ্যমে সংলাপে বদল আনেন। এভাবেই ভালো কাজ দিয়ে দর্শকের কাছে পৌঁছাতে চান সাদিয়া।
    অভিনেতা খায়রুল বাসারের সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন সাদিয়া আয়মান। টেলিভিশন পাড়ায় গুঞ্জন রটে, পর্দার বাইরেও রোমান্সে মজেছেন এই জুটি। বিষয়টি নিয়ে সাদিয়ার মন্তব্য পাওয়া না গেলেও খায়রুল বাসার মুখ খোলেন।
    তিনি বলেন, ‘গুঞ্জনের বিষয়টা আমিও শুনেছি। বাইরে থেকে অনেকেই অনেক কথা বলেন। এটা আমি এনজয় করি। থ্রিলিং মনে হয়। একসঙ্গে বেশি কাজ হলেই কি প্রেম হয়? এমন গুঞ্জন নতুন নয়। আমরা একসঙ্গে বেশি কাজ করি। এর কারণ আমাদের সময় মিলে যাচ্ছে, আবার আমরা সময় মিলিয়ে নিচ্ছি। আবার প্রযোজকরা দেখছেন আমাদের একসঙ্গে অভিনীত কাজগুলো দর্শক পছন্দ করছেন। তখন অন্যরাও আমাদের একসঙ্গে কাস্টিং করছেন। গল্প পছন্দ হচ্ছে। দুজনই ওকে বলছি। যার ফলে বেশি কাজ হচ্ছে, এই যা।’
    টেলিভিশন, ওটিটির পর এবার সাদিয়াকে দেখা যাবে বড় পর্দায়। মুক্তির অপেক্ষায় রয়েছে এই অভিনেত্রীর ‘কাজলরেখা’ ছবিটি। এটি পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম। এছাড়া শিগগির একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। সেখানে তার লুক ও চরিত্র ভক্তদের চমকে দেবে বলে মনে করেন তরুণ এই অভিনেত্রী।
    ANOTHER PHOTO ALBUM LINK
    ×
    7 November 2025 05:45