শ্রাবণ ধারা
প্রকাশের সময় : জুলাই ৩১, ২০২২, ৬:৩৩ অপরাহ্ন /
১৭৩
রাহেলা আক্তার
আজি শ্রাবণ ধারায় ঘন ঘোর বরিষণে–
উচাটন হিয়া কেন যে,ধায় তারি সনে;
লজ্জাবতী আলতো ছোঁয়ায়,লুকায় বৃক্ষের শাখায়
অভিমানী শ্রাবণ খুন-সুটিতে মাতে সাদা মেঘের ভেলায়।
মেঘ-মালার আলিঙ্গনে নয়নে শ্রাবণের ধারা বহে-
শিহরণে উচ্ছ্বসিত হৃদয়,বিচ্ছেদের বীণের সুরও সহে।
শূন্য হৃদয়ের মাঝে নাহি কোনো সাথী;
সিক্তার অলিন্দে দাঁড়িয়ে একেলাই মালা গাঁথি।
শ্রাবণের রিমঝিম, ঝরঝর সুর ছন্দ দোলায়
জানিনা এ হৃদয়ে কোন সে রাগিণী বাজায়।
উন্মাদনায় মাতাল লহরী,ছন্দ সুরে;
সব ছেড়ে মন চলে সেই অভিসারে।
কোথাও কেউ নেই জানি বৃথা আশা-
স্বপ্নেই খুঁজে ফিরি তারে,স্বপ্নেই ভাষা।
অদৃশ্য ধারায় সর্বস্বান্ত,মুছে গেল সব ধুয়ে
হৃদয়ের পাঁজর ভেঙে খানখান, রয়েছি একাকার হয়ে।
জানি হয়তো আসবে কোনো এক শ্রাবণ ধারায় –
শুভ্র মেঘের ভেলায় হারিয়ে যাবো অলৌকিক ছোঁয়ায়।
দাঁড়িয়ে রয়েছি তাই খোলা বাতায়নে ;
এলোমেলো কেশে একেলা ভাবি আনমনে।
হারিয়ে গেলে মন কোনো অচেনা জগতে,
শ্রাবণের ধারা বহে সুখানুভূতির প্রশান্তিতে।
আপনার মতামত লিখুন :