শরৎ এলে


প্রকাশের সময় : অগাস্ট ১৮, ২০২২, ৫:১৬ পূর্বাহ্ন / ১২৪
শরৎ এলে
মুহাম্মদ আলম জাহাঙ্গীর
শরৎ এলে ভোর বিহানে
শিশির পড়ে ঘাসে,
খালে বিলে জলাশয়ে
শাপলা শালুক হাসে।
শরৎ এলে নদীর তীরে
সাদা কাশের ফুলে,
শালিক ডাকে কিচিরমিচির
উড়ে হেলে দুলে।
শরৎ এলে গাঁয়ে গাঁয়ে
তালের পিঠা করে,
নাইয়র আসে নতুন জামাই
গায়ের প্রতি ঘরে।
শরৎ এলে হাট-বাজারে
নানা সব্জি ওঠে,
ফুল বাগানে শিউলী বকুল
নয়নতাঁরা ফোঁটে।।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:৪৩ অপরাহ্ণ
  • ৬:৪৯ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ