রাজবাড়ীতে ভ্যান চালককে গলা কেটে হত্যা মামলায় ৪ আসামীর যাবৎজ্জীবন কারাদন্ড


প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২২, ৯:০৯ অপরাহ্ন / ৪৪৫
রাজবাড়ীতে ভ্যান চালককে গলা কেটে হত্যা  মামলায় ৪ আসামীর যাবৎজ্জীবন কারাদন্ড

রাজবাড়ী প্রতিনিধি।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর এলাকায় ভ্যান চালক মোঃ বিল্লাল হোসেন ( ৩৫ ) কে গলা কেটে হত্যা মামলায় চার আসামীকে যাবৎজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার ( ৭ ) নভেম্বর বিকেলে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ মোঃ রুহুল আমীন এ রায় প্রদান করেন। রায় প্রদানের সময় মামলার প্রধান আসামী নুরুজ্জামান আদালতে হাজির ছিলেন। বাকি ৩ আসামী এখনও পলাতক রয়েছে।
নিহত ভ্যান চালক মোঃ বিল্লাল হোসেনে বালিয়াকান্দি উপজেলার বহরপুর কলেজপাড়া এলাকার মৃত আলী হোসেনের ছেলে।
দন্ড প্রাপ্ত আসামীরা হলো,বালিয়াকান্দি উপজেলার পদমদী কুড়িপাড়া এলাকার আব্দুল অরুপে আজিজের ছেলে নুরুজ্জামান ( ২১ ), একই এলাকার দীনু শেখের ছেলে সাইফুল ইসলাম রিপন, বালিয়াকান্দি উপজেলার ঘোনার ঘাট এলাকার মোঃ আব্দুর রাজ্জাক ও একই এলাকার মৃত সিরাজ শেখের ছেলে আব্দুস সালাম শেখ।
মামলা ও আদালত সুত্রে জানাযায়, গত ২০১৪ সালের ৯ ডিসেম্বর রাত সোয়া ১০ টার সময় অজ্ঞাত দুই ব্যাক্তি বহর বাজার হতে ঘোনার ঘাট যাওয়ার জন্য ভ্যান চালক বিল্লাল হোসেনের ভ্যান ভারা করেন। রাত বারটা পর্যন্ত বাড়ি না আসলে তার ভাবীর ফোন থেকে তাকে ফোন করা হয়। এ সময় অপরপ্রাপ্ত থেকে গালিগালাজ করা হয়।
পরদিন দুপুর পৌনে দুইটার সময় পার্শ্ববর্তী দিলালপুর শ্বসান ঘাট এলাকা থেকে ২০০ গজ দুরে একটি মুসুরি ক্ষেত থেকে গলা কাটা ও শরিরে কুপিয়ে জখম করা মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন ১০ ডিসেম্বর নিহতের ভাই মোঃ দাউদ হোসেন বাদি হয়ে বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেন।
রাজবাড়ীর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর ( পিপি) এ্যাডভোকেট উজির আলী শেখ বলেন, ভ্যান চালককে জবাই করে গলা কেটে হত্যা মামলায় চার আসামীর চারজনেই যাবৎজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছে। আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:৪৩ অপরাহ্ণ
  • ৬:৪৯ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ