ভোলার পর বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা


প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২২, ১০:২০ অপরাহ্ন / ৮৭
ভোলার পর বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

বরিশাল-ভোলা রুটে লঞ্চ এবং স্পীডবোট চলাচল বন্ধ ঘোষণা করার পর এবার বরিশাল-ঢাকা নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় কীর্তনখোলা লঞ্চের মালিক মঞ্জুরুল আহসান ফেরদৌস এ তথ্য জানিয়েছেন।

কীর্তনখোলা লঞ্চের মালিক মঞ্জুরুল আহসান ফেরদৌস জানান, বরিশাল ও ঢাকা প্রান্ত থেকে কোনো লঞ্চ ছাড়বে না।

বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শক কবির হোসেন বলেন, লঞ্চগুলো চলাচল বন্ধ রেখেছে। কিন্তু এর কোনো কারণ জানায়নি। সকল লঞ্চ তাদের লাইট বন্ধ করে রেখেছে এবং যাত্রীদের ফিরিয়ে দিচ্ছে। সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, এখন পর্যন্ত কোনো লঞ্চ ঘাট ত্যাগ করেনি।

আগামীকাল শনিবার বরিশালে বিএনপির সমাবেশ। এ সমাবেশকে বাধাগ্রস্ত করার জন্যই বরিশালের পরিবহন ধর্মঘটসহ বিভিন্ন রুটে লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে বলে অভিযোগ বিএনপির।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:৪৩ অপরাহ্ণ
  • ৬:৪৯ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ