বুদ্ধির জয় 


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২২, ৮:০৭ পূর্বাহ্ন / ১২২
বুদ্ধির জয় 
মো ঃ মামুন মোল্যা
কাক দেখেছে গরু মরেছে বাঁধা নদীর চরে ,
শকুন এসে বলছে কাক কেমনে খায় তারে?
কাক বলছে কুকুর ডাকি? ছিড়বে তারা টেনে,
শকুন বলে সতর্ক থেকো শিয়াল নাহি জানে।
কাকের বাণী কুকুর শুনে মহা আনন্দে নাচে,
সেই আনন্দে কুকুর ছোটে মরা গরুর পিছে।
যাবার পথে হায়েনা দেখে কুকুর মামা ছোটে,
কোথায় ছোটে? পিছু দৌড়ায় কিছু একটা ঘটে।
শিয়াল ভাবে কুকুর গেল হায়েনা গেল কোথায়?,
শিয়াল ছুটে যায় সেখানে গরু ছুলছে সবাই।
কাককে বলে মরেছো তুমি কেন রে মামা বলো ?
শুনেছি ঐ গরু বিষে আক্রান্ত খেয়ে মরবে বলো ?
কেউ খেয়ো না কেউ খেয়ো না খেলে মরবে সবাই
রেখে দৌড়ায় শিয়াল শেষে একলা ভাগ বসাই।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:৪৩ অপরাহ্ণ
  • ৬:৪৯ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ