বানভাসি
প্রকাশের সময় : জুন ১৮, ২০২২, ১২:০৭ অপরাহ্ন /
১৯৪
রফিকুল ইসলাম মানিক
জল তৃষ্ণার্তের বাঁচার আদ্যোপান্ত
কারও কাছে বিলাসিতা নৌকায়
ভেসে যায় দুরে সীমাহীন আনন্দে।
কতটা ভোগান্তির তা হাড়ে হাড়ে
টের পাচ্ছে তাবৎ বানভাসি প্রাণ।
আকাশময় দূরের তারারা শান্ত আলোয়
কিলবিল ঘরে ঢুকে পরে জোনাকের মগজে,
যেমন করে রাষ্ট্র চিৎকার করে
শোষণ নিপীড়নে বিপ্লবীর বুকের ভেতর,
তেমন করে চিৎকার করি আমি
মায়ের জরায়ুর শীতল আশ্রয়ে সঁপে আমার ঘুম
সাম্যে’র স্বপ্নে জেগে।
চারিদিকে যখন ঘিরে আসে মিথ্যা আশ্বাসের ঘোর
জীবনের বিষয়বস্তুতে সময়ের নিপুন ভেল্কিবাজি
ছন্দের উপবেশনে হারিয়ে গ্যাছে যেসব দ্বিধাদ্বন্দ
তাও মাথাচাড়া দিয়ে উঠতে চাই গতানুগতিক রঙ্গমঞ্চে।
গিলে খেতে চাই আমার
জল বিড়ম্বনার শিকার হয়ে খেই
হারাচ্ছে মানব পশু কূল,কিনারার
সন্ধানে বাজি ধরেছে জীবনের।
ভাগ্য সুপ্রসন্ন হলে পাচ্ছে নিরাপদ
আশ্রয়, অভাগা ভেসে যাচ্ছে অতলে।
আপনার মতামত লিখুন :