প্রীতির নামে ধর্ষণ
প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২২, ১২:৫৬ অপরাহ্ন /
১০৯
মো ঃ মামুন মোল্যা
আজ আমার নেই কোনো চিন্তা, নেই কোনো নতুন স্বপ্ন!
নিজেকে হারিয়ে ফেলেছি বহু আগে,
ধ্বংস হয়েছে সোনার জীবন ভুল মোহনায় গিয়ে,
আগের মত নতুন কাপড় পরতে গেছি ভুলে
ভুলে গেছি আগের মত,
কাজল কালো চুলের বেণীতে, গাঁদা ফুল গুঁজতে
মুখে হলুদ চোখে কাজল কপালে টিপ হাতে মেহেদি নিতে ,
আজ আমি পথে পথে ঘুরি রূপ চর্চা হীন দেহে ,
পরনে ময়লা মাখা কাপড় দেখে লোকে বলে ,
আমি নাকি একটি পাগলী?
এই পাগলী সৃষ্টির পিছে কে ?
এই অন্ধ সমাজ কি কখনো জানতে চেষ্টা করেছে?
বন্ধ করেছে?
প্রেমের নামে প্রতারণা কিংবা নষ্টামি!
আজ এই পাগলী,
ছেলেদের দেখলে ভয়ে থরথর করে কাপে
ঘৃণায় থুথু ফিকে মারে ,রাগে ধেয়ে আসে,
কিছু একটা করবে কিন্তু এসে বলে সব ছেলেদের চরিত্র এক।
লেখা ১২-৯-২২
আপনার মতামত লিখুন :