প্রগতির গতি হোক অবিচল


প্রকাশের সময় : মে ৩১, ২০২২, ২:৪১ পূর্বাহ্ন / ২০৩
প্রগতির গতি হোক অবিচল

 শহীদুল্লাহ আনসারী

একদিন তো হয়ে যাবে নিঃশেষ তোমার অনিমেষ

হয়তো ছাই ভস্ম নয়তো দূরান্বয়ী পথের ধূসর ধূলো,

আমরা যারা তোমার চারিভীত ঘিরে আছি মগ্নতায়

ভ্রমর কিংবা মধুকর তাদেরকে হামেশা এড়াতে চায়।

 

কোমল বৃষ্টি নয় দেবে আঁধার কালোমেঘ বিষন্ন আকাশ

অন্ধকারে ছেয়ে যাবে সূর্যস্নাত দিনের জ্যোতি,

আমরা চাইনা কখনো শোকবিহ্বল বিষাদ- নিমগ্নতা

চাই উচ্ছলতা, বহতা, প্লাবন, নাব্যনদী, ধাবমান -সাম্পান।

 

তুমি তো কারো জঞ্জাল

নও, হাসি-কান্নার অমূল্য রতন

ঝড়ঝন্জায় বিক্ষুব্ধ নদে বৈতরণির সিদ্ধহস্ত মাঝি এক,

মুষ্ঠিবদ্ধ হাতে শপথ নেয়া অকুতোভয় বীর সৈনিক,

হলে প্রগতিশীল,শোষক কালোহাত ভেঙে দেবে বলে।

 

তা হলে আর হা-হুতাশ কেনো!

সদম্ভে হও আগোয়ান

আনো অগ্নিবান হোক অবসান কালো দানবের হুংকার,

ভেঙে ফেলো জুলুমের

মসনদ, নিপীড়িতের বদ্ধ আগল,

রাত করো আলোকোজ্জল প্রগতির গতি হোক অবিচল।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:৪৩ অপরাহ্ণ
  • ৬:৪৯ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ