তুহিনুর রহমান
যুগ যুগ ধরে
বাংলার মানুষের মনে
একটা স্বপ্ন জাগে
সেই স্বপ্ন কবে পুরণ হবে
তারা মনে মনে ভাবে
একটা পদ্মা সেতু হবে
একটা পদ্মা সেতু হবে।।
স্বপ্ন দেখা যায় কল্পনা করা যায়
বাস্তবে নাই পাই
পদ্মা সেতু করতে হলে
কোটি কোটি টাকা
এতো টাকা কোথায় পাই
সরকার মনে মনে ভাবে
একটা পদ্মা সেতু হবে
একটা পদ্মা সেতু হবে।।
সেই স্বপ্ন বুঝি এবার পুরুণ হবে
শেখ হাসিনা নিলো কাঁধে তুলে
গুটি গুটি পায়ে সে এগিয়ে যাবে
সকলে মিলে গাইবে গান
একটা পদ্মা সেতু হবে
একটা পদ্মা সেতু হবে।।
আপনার মতামত লিখুন :