দুঃখে ভরা গহীন নদী


প্রকাশের সময় : মে ৩০, ২০২২, ৪:১৩ অপরাহ্ন / ২০৩
দুঃখে ভরা গহীন নদী

খায়রুল বাশার

তুমি যদি আসো
কষ্ট গুলো হারাবে দূর অজানায়,
শিশির পড়া ফুল হয়ে-
ঝরে যাবে দুঃখ গুলো
নতুন করে পাবো তোমায়।।

তুমি যদি আসো
রাতের জ্যোৎস্না থেকে,
ধরে রাখবো ঝলসানো চাঁদ।
ফুলের পাপড়ীতে হবে মিলন
সূর্য দেবে সোনালী প্রভাত।

তুমি এলে কাছে
রং ধনুর সাত রং থেকে,
প্রিয় রং তোমায় দেবো।
সাগরের বুকে তোমায় নিয়ে
সুখের তরী স্রোতে বাসাবো।

তুমি কাছে এলে
নিশ্চুপে পাড়ি দেবো আমি,
দুঃখে ভরা গহীন নদী।
যখন তুমি কাঁদবে অকারণে
কাঁদবো না হয় নিরবদী।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:৪৩ অপরাহ্ণ
  • ৬:৪৯ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ