দমকা হাওয়ায় বিধ্বস্ত


প্রকাশের সময় : জুন ২০, ২০২২, ১১:১৪ পূর্বাহ্ন / ১৮২
দমকা হাওয়ায় বিধ্বস্ত
মো ঃ মামুন মোল্যা
চারিদিকে ঝড় উঠেছে,ঝড়!
সাগর থেকে মহা সাগরে,শূন্য থেকে ধেয়ে আচ্ছে প্রকৃতির দিকে।
লন্ডভন্ড করছে, গাছ পালা গরিবের বসতভিটা;
লয় করেছে কত শত পশুপাখির নীড় সহ প্রাণ;
বিনষ্ট হয়েছে শস্য – শ্যামল, নেমে এসেছে অনটন;
খোদার যন্ত্রণায় জঠর দাও দাও করে জ্বলছে,
সরকার অনুদান দিচ্ছে, সে তো বহুদূর থেকে ছুড়ে;
সবল,দুর্বল ছুটে চলেছে তার পিছে;
সবল কুড়িয়ে আরো সবলের পথে,
দুর্বল ঠেলা খেয়ে শূন্য হাতে ফেরে ভাঙা নীড়ে।
কেহ দ্বারে দ্বারে  হাত পাতে,
কেহ আবার ধারে, সুদে টাকা এনে মহা বিপদে;
সংসার চালাতে স্তব্ধ হয়ে যায় সব দরজা;
বেছে নেয় চুরি ডাকাতি,ছিনতাই,
কিংবা জ্বলন্ত দেহ বিষ পানে নিস্তব্ধ করে দেয়।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২ পূর্বাহ্ণ
  • ১১:৫৭ পূর্বাহ্ণ
  • ৪:১৯ অপরাহ্ণ
  • ৬:০৬ অপরাহ্ণ
  • ৭:২০ অপরাহ্ণ
  • ৫:৪৪ পূর্বাহ্ণ