ছেলেটির জীবনী
প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২২, ১১:৫২ পূর্বাহ্ন /
১৬৭
মোঃ মামুন মোল্যা
ছেলেটি ঘুমিয়ে রয়,ভাঙ্গা চালে ঘরে
আলো উঁকি দিয়ে যাই,কাল যাই ফুরে,
ঘর থেকে বের হলে, দেখা মেলে ভিন্ন,
সে কাল গেছে বিফলে,আলো জলে ক্ষীণ।
ছেলেটি ছিল দুখিনী, নিজেকে বুঝিনি
মন গগনে নীরদ,ঢেকেছে জানিনি,
বেদনার তাপ লেগে, স্বপ্ন গেল পুড়ে,
নয়ন জলে লোনা লেগে, ঝরে ঝরে পড়ে
তার আসে সুখ পাখি দুঃখ হয় দুঃখী ,
দিন নাহি দেয় ফাঁকি, নিশি বন্ধ্যা সখী
কুৃঁড়ে ঘরে ভেড়ে যিনি, হৃদয় রমণী,
প্রীতি পাখি করে ঋণী, সে মোর জীবনী।
আপনার মতামত লিখুন :