গরীবের কুরবানি


প্রকাশের সময় : জুলাই ৫, ২০২২, ১:০৯ অপরাহ্ন / ১৫৭
গরীবের কুরবানি
মুহাম্মদ আলম জাহাঙ্গীর
ঈদের দিনে গরীব ঘরের
শিশু-কিশোর মনে।
ত্যাগের’ই কুরবানি দেখে
প্রশ্ন জাগে মনে।
ছেলে জিগায় পিতার কাছে
চাচ্চু দেয় কুরবানি।
আমরা কেন? কোনো বছর
পারি না তা জানি!
পিতা বলে ছেলে মেয়ে
কাছে ডেকে নিয়ে।
অভাবের এ সংসারে দেই
কুরবানি কি দিয়ে।
আল্লাহ যদি রহম করে
দেয় কখনো মানি।
আমরা পশু কিনে দিবো
মহৎ এ কুরবানি।।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:৪৩ অপরাহ্ণ
  • ৬:৪৯ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ