কুরবানি


প্রকাশের সময় : জুলাই ৩, ২০২২, ৩:৩৩ অপরাহ্ন / ১৫৩
কুরবানি
মুহাম্মদ আলম জাহাঙ্গীর
শেরপুর, বগুড়া
খোদার দেওয়া কুরবানি কর
খাস নিয়তে সবাই,
খাস নিয়তে পুণ্য মিলে
করলে পশু জবাই।
হালাল টাকার পশু কিনে
করলে জবাই হাতে।
কবুল করে কুরবানি তোর
খোদায় সাথে সাথে।
পশুর গোস্ত কোটা শেষে
গরীবে না দিয়ে।
গোস্ত যদি রাখো সবাই
ফ্রিজে সবি নিয়ে।
সারা বছর বসে খাবে
হয় তোর মুখের বানি।
আগে কর তোর পশুত্ত্ব খুন
পরে তোর কুরবানি।।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:৪৩ অপরাহ্ণ
  • ৬:৪৯ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ