কারবালার কথা


প্রকাশের সময় : অগাস্ট ১৪, ২০২২, ৫:৪৪ অপরাহ্ন / ১৪৭
কারবালার কথা
মোঃ ইসহাক মিয়া
শুনিলে কারবালার কথা,চিত্ত ভরে
ব‍্যথা,করুণ কাহিনি ইতিহাস হয়ে
মনুষ্য অন্তরে গাঁথা।লোভেতে পড়িয়া
পাপী ইয়াজিদ,ধংস করিতে চাহিল
নবীর বংশ।চলনা করিয়া মিথ্যার
আশ্রয়ে,সুহৃদ বলে ডেকে এনে মারে
কারবালার প্রান্তরে।হাজার ও সৈন‍্য
সেনা দিয়ে,ইয়াজিদ হিংস্র দুরাচারে।
নারী শিশু সব মিলে,ঊনিশ সদস্য
পরিবারে,হানে ঘাত বেবিচারে।পানি
পিপাসিত শিশু মারে,তীরের আঘাতে।
জয়নাল বাদে সবে শেষ।শত ক্লেশে
হুসাইনের শহীদ বার্তাতে,কম্পিত
যেন আকাশ বাতাস সবে একসাথে।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ৪:২৩ অপরাহ্ণ
  • ৬:১১ অপরাহ্ণ
  • ৭:২৫ অপরাহ্ণ
  • ৫:৪২ পূর্বাহ্ণ