এক কাতারে বাঁচি


প্রকাশের সময় : জুন ১৯, ২০২২, ৭:৪৫ পূর্বাহ্ন / ১৮৩
এক কাতারে বাঁচি

মাহমুদা সুলতানা

 

চারিদিকে অথৈ পানি ডুবে যাচ্ছে ঘর বাড়ি।

চারপাশ থেকে খবর আসছে,

বানভাসি মানুষের।

খাবার নেই পানির মাঝে পানি নেই।

পানিতে ই নিল সব কেড়ে।

উঁচু থেকে উঁচু জায়গায় আশ্রয় নিয়ে ও বাঁচে না প্রাণ।

 

হাস মুরগী গরু ছাগল কুকুর বিড়ালের সে কি করুন কষ্ট।

সাপ বিড়ালে আশ্রয় নিয়েছে গাছের ডালে,

যেন তারা বন্ধু সম,

কেউ কাউকে আঘাত করে না এখন।

 

যারা সচ্ছল তারা এগিয়ে যেতে পারে বানভাসি মানুষের পাশে।

মানুষ বাঁচলে দেশ বাঁচবে,

মানুষ আবার সোনা ফলাবে।

ব্যাবসার কথা ভুলে সবার জন্য সবাই,

এক কাতারে বাঁচি।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:৪৩ অপরাহ্ণ
  • ৬:৪৯ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ