একদিন নিখোঁজ আমি
প্রকাশের সময় : অগাস্ট ১৪, ২০২২, ৫:৩৮ অপরাহ্ন /
১২৯
প্রীতি মন পাখি
একদিন নিখোঁজ হবে আমার এই পরিচিত নামটি,
পড়ে রবে শূন্য খাঁচা মাটির বক্ষে ;
থাকবে না এ দেহে প্রাণ
থেমে যাবে জীবনের সব ব্যবধান,,
কিছু দিন মনে থাকবে তাদের,
কালে কালে এই নামটি বুলবে সবাই
চিরচেনা শত মুখ হারিয়ে
শুধু থাকবো আমি অচিন
পুরে,
শত চেষ্টা করেও কেউ পারবে না আমায় ফেরাতে
হারিয়ে যাবো হঠাৎ করে এক অন্য কাননে
পৃথিবীর মায়া জাল বড়ই অদ্ভুত!
কিছুই করার থাকবে না প্রিয় জনদের,
দেখবে শুধু অবাক চোখে ।
খাঁচা ভেঙে উড়াল দিবো অচিন দ্বীপের মাঝে
সেই দিন নিখোঁজ সংবাদ ছড়িয়ে পড়বে বিশ্ব ভুবনে৷
আপনার মতামত লিখুন :