অহংকার ছাড়
প্রকাশের সময় : অগাস্ট ৬, ২০২২, ৪:৪১ অপরাহ্ন /
১৫০
ইসহাক মিয়া
ধরা বুকে কোন কিছু চিরস্থায়ী নয়,
মিছে বাহাদুরি তবে কেন কর ভাই?
এমনতো নয়,শুরু আছে শেষ নাই।
উত্থান আছে যেমন পতন ও হয়।
উঠে রবি দিয়ে বিভা অস্ত চলে যায়,
একই দিবসে অর্ধ প্রভা নাহি ঠাঁই।
জগতের সব কিছু হেরি ঠিক তাই,
নরকুলে অনুরূপ জীবন ধারায়।
অহংকার ছাড় সত্য ন্যায় পথ ধর,
পঞ্চ ইন্দ্রিয় খাটাও সঠিক স্বকাজে।
স্বার্থক করিতে জন্ম ভালো কর্ম কর,
সৃষ্টির সেরা নর তুমি বসুমতী মাঝে।
নিজ কৃতকর্ম দিয়ে হওগো অমর,
সৎ জ্ঞানে শুধরাও নিজেকেই নিজে।
আপনার মতামত লিখুন :