অতুলনীয় মাতৃ হিয়া
প্রকাশের সময় : জুন ১৫, ২০২২, ৫:১৪ অপরাহ্ন /
২৪৭
মোঃ ইসহাক মিয়া
যখনি ছাড়িল হাঁক এক বুড়ি মায়,
হেরি তারে,চক্ষু ভরে ধেয়ে আসে বারি।
কাঁধে ভিক্ষা ঝুলি নিয়ে দ্বারে করে ফেরি,
হাড় কটা তার, সার, ছেড়া বস্ত্র গায়।
করিতে অন্ন যোগাড় হয়ে নিরুপায়,
থরথরে কাঁপা অঙ্গে হাঁটে লাঠি ধরি।
অদৃষ্টের পরিহাসে ঘুরে,ভিক্ষা করি,
হাত পাতে জনে জনে ক্ষুধার জ্বালায়।
জিজ্ঞেসে অবাক, কহে পুত্র কন্যা আছে,
শিক্ষা,অর্থে,আভিজাত্যে মস্ত নর তারা।
আজি অবান্তর আমি সকলের কাছে,
বোঝা ভেবে সবে মোরে করে ঘর ছাড়া।
তবু আর্জি,যেন ওরা মহা সুখে বাঁচে,
মম আঁখি মণি,নারী ছেঁড়া মানিকেরা।
আপনার মতামত লিখুন :