
যশোর প্রতিনিধি:
মাদক ব্যবসায়ী ও চোর সিন্ডিকেটের হামলায় চঞ্চল গাজী (৩০) নামে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। এ সময় তার বাবা-মা ও ভাইসহ দুই পক্ষের সাতজন আহত হন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে যশোর সদরের ডাকাতিয়া গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত চঞ্চল গাজী ওই এলাকার মধু গাজীর ছেলে। পুলিশ জানায়, ইজিবাইক চুরি নিয়ে দুই পরিবারের মধ্যে পূর্ব শত্রুতা ছিল। ঘটনার পর রবিউল গাজী, তার ভাই বেল্লাল ও ছেলে মুন্নাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মধু গাজী প্রতিপক্ষ রবিউল গাজীকে তার বাড়ির সামনে মাদক বিক্রি বন্ধ করতে ও চুরি যাওয়া ইজিবাইক ফেরত দিতে বলেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে রবিউল মধু গাজীকে লোহার পেরেকযুক্ত কাঠের টুকরো দিয়ে আঘাত করেন। খবর পেয়ে চঞ্চল, তার ভাই তুহিন ও মা হাসিনা বেগম এগিয়ে এলে রবিউল, তার ভাই-বউ, ছেলে মুন্না ও সহযোগী সাদ্দাম ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন। পরে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চঞ্চল গাজী মারা যান। চিকিৎসক ডা. তাহমিদ হাসান জানান, চঞ্চলের শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। চঞ্চলের মা হাসিনা বেগম বলেন, দুই মাস আগে তার ছেলের ইজিবাইকটি চুরি করে বিক্রি করে দেয় রবিউল ও বেল্লাল। তারা এলাকায় ইয়াবা বিক্রি করে। নিষেধ করায় তারাই হামলা চালিয়েছে। তবে রবিউল গাজী অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি ইন্টারনেট ব্যবসায়ী পিয়াসের সঙ্গে কথা বলছিলাম। মধু গাজী এসে গালাগাল ও চড়-থাপ্পড় মারেন। এরপর গোলযোগের সূত্রপাত হয়।” কাশিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য ইকবাল হোসেন বলেন, রবিউল ও তার সহযোগীরা এলাকায় মাদক ও চুরি-ছিনতাইয়ের সঙ্গে জড়িত। স্থানীয়রা তাদের ভয় পায়।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, “ঘটনার তদন্ত চলছে। তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।”

Reporter Name 



















