আজ মহানগর ছাত্রলীগের সম্মেলন: ১২ হাজার নেতাকর্মী নিয়ে সম্মেলনে যাবেন সালমান খান প্রান্ত


প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২২, ৯:৩৬ পূর্বাহ্ন / ১২২
আজ মহানগর ছাত্রলীগের সম্মেলন: ১২ হাজার নেতাকর্মী নিয়ে সম্মেলনে যাবেন সালমান খান প্রান্ত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা আজ ২ ডিসেম্বর। গত এক ও দুই তারিখ দিবা কত রাত থেকে ১২ হাজার নেতাকর্মী নিয়ে সম্মেলনে যোগ দিতে ব্যাপ প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালমান খান প্রান্ত।

মহানগর ২৬ টি থানার অধিকাংশ নেতাকর্মী সম্মেলনে যোগ দিতে তার পক্ষে কাজ করে যাচ্ছেন। ইতিপূর্বে প্রায় ১০০ টি বাস, নেতাকর্মীদের আনন্দ দিতে ব্যান্ডপার্টি ও খাবারের ব্যবস্থা রেখেছেন এই নেতা। হঠাৎ কোন নেতা বা কর্মী অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসার জন্য আছে ডাক্তার।

তার এমন প্রস্তুতি কেন্দ্রীয় আওয়ামী লীগ, যুবলীগ, সেবক লীগ এবং ছাত্রলীগসহ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ অনেক নেতাই প্রশংসা করেছে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা ছাত্রলীগের যৌথ সম্মেলন শুক্রবার ২ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের।

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সম্মেলন ঘিরে সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন সংগঠনটির সাবেক এই সাংগঠনিক সম্পাদক সালমান খান প্রান্ত।

সম্মেলন ঘিরে সক্রিয় হয়ে উঠেছে মহানগর ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা। সেই সঙ্গে সম্মেলনে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী সালমান খান প্রান্ত বলেন, ১২ হাজার নেতা কর্মী নিয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা ছাত্রলীগের যৌথ সম্মেলন সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হবে। আপনার জানেন ছাত্রলীগে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আমি সব সময় সরব বলে প্রতিহিংসার শিকার হয়েছি বহুবার। করোনার মধ্যে সাধারণ মানুষের জন্য কাজ করেছি। আগামীতেও করতে চাই। অপশক্তিকে রুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করাই আমার লক্ষ্য।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সুযোগ দিলে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের প্রতিটি ইউনিটে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করব। ছাত্রলীগ হচ্ছে বঙ্গবন্ধুর হাতে গড়া বিপ্লবী বাংলার বিপ্লবী সংগঠন। ছাত্রলীগের কর্মীরা সব সময় বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে এবং মনে লালন করে। আওয়ামী পরিবারের সন্তান আমি। দলের জন্য সব সময় কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও করব।

সালমান খান প্রান্ত গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল হক, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াছ আহমেদের নাতি। হরিরামপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম সাহেবের পুত্রা।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:৪৩ অপরাহ্ণ
  • ৬:৪৯ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ