১০ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে সামনে রেখে রাজধানীতে প্রবেশপথে তল্লাশি চৌকি বসিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল থেকেই গাবতলী ব্রিজের সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহন থামিয়ে তল্লাশি করতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
এদিকে ভোগান্তিতে পড়তে হচ্ছে অফিসগামী ও জরুরি কাজে বের হওয়া মানুষকে। মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, মোটরগাড়ি ও মাইক্রোবাসে বেশি তল্লাশি চালানো হচ্ছে। এমনকি কোনো পথচারীর সঙ্গে বড় কোনো ব্যাগ থাকলে তার গতিরোধ করে চালানো হচ্ছে তল্লাশি।
পুলিশ বলছে, এটি তাদের রুটিন কাজ। দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে যাতে নাশকতামূলক কর্মকাণ্ড না ঘটে, সে জন্য ঢাকার প্রবেশমুখ টঙ্গী বাজার, আব্দুল্লাপুর, আশুলিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। তবে যাত্রীদের ঢাকায় প্রবেশে কোনো বাধা নেই।
আপনার মতামত লিখুন :