রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজা ও পিকআপসহ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেপ্তাররা হলেন মো. আলিফ শরিফ ওরফে হৃদয় ও মো. শরিফুল ইসলাম ।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাত রাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা।
রাজন কুমার সাহা বলেন, কয়েকজন মাদক কারবারি রাজধানী মহাখালী থেকে গাঁজা পরিবহন করে পিকআপের সাহায্যে সাত রাস্তার দিকে আসছে এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাত রাস্তা এলাকার আকিজ সিএনজি স্টেশন সামনে অবস্থান নেয়। কাঙ্ক্ষিত পিকআপটি পৌঁছালে পুলিশের মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড দিলে, পিকআপ রেখে পালানোর সময় হৃদয় ও শরিফুলকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তল্লাশি করে পিকআপসহ ৪২ কেজি গাঁজা জব্দ করা হয়।
এ সংক্রান্তে গ্রেপ্তারদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :