কাশিমপুর কারাগারে ২ কয়েদির মৃত্যু


প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২২, ৯:১৫ অপরাহ্ন / ৭৭
কাশিমপুর কারাগারে ২ কয়েদির মৃত্যু

জেলার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. নুর ইসলাম ওরফে শেখ চান (৬৯) ও তাইজুদ্দিন (৭৬) নামের ওই দুই কয়েদি মারা যান।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শেখ চান এবং তাইজুদ্দিন কারাগারে বন্দি ছিলেন। সোমবার সকালে তারা কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শেখ চান এবং তাইজুদ্দিনকে মৃত ঘোষণা করেন। তাইজুদ্দিন ২০০৮ সাল থেকে কারাগারে বন্দি ছিলেন।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান কারাগারের এই কর্মকর্তা।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২ পূর্বাহ্ণ
  • ১১:৫৭ পূর্বাহ্ণ
  • ৪:১৯ অপরাহ্ণ
  • ৬:০৬ অপরাহ্ণ
  • ৭:২০ অপরাহ্ণ
  • ৫:৪৪ পূর্বাহ্ণ