ইরানের আদালতে তলব অনন্ত জলিলকে


প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২২, ১০:০১ অপরাহ্ন / ৭৩
ইরানের আদালতে তলব অনন্ত জলিলকে

‘দিন: দ্য ডে’ ছবির ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজমের সঙ্গে বেশ সময় ধরেই দ্বন্দ্ব চলছে অনন্ত জলিলের। এই দ্বন্দ্বের জের ধরেই অনন্তর বিরুদ্ধে মামলা করেন ইরানি পরিচালক। সেই মামলার কারণেই তেহরানে তলব পড়েছে অনন্ত জলিলের।

সোমবার (৫ ডিসেম্বর) ইনস্টাগ্রামে অনন্ত জলিলকে আদালতে তলবের বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক জমজম।

জমজম তার পোস্টে লিখেছেন, আদালতে অনন্ত জলিলকে তলবের সময় নির্ধারিত হয়েছে এবং তিনি বা তার আইনজীবীকে ২৫ ডিসেম্বর তেহরানে ফৌজদারি আদালতের প্রসিকিউটর অফিসের নবম শাখায় উপস্থিত হতে হবে।

জমজমের করা মামলায় স্বত্বাধিকার চুরির অভিযোগ আনা হয়েছে অনন্ত জলিলের বিরুদ্ধে। জমজম জানান, অফিশিয়াল আদালতের সময়ের এক মাস পর আমার অভিযোগের জবাবে আদালতে উপস্থিত হয়ে অনন্ত জলিল তার বক্তব্য এবং প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন করতে পারবেন।

অন্যদিকে জলিল বলছে ভিন্ন কথা। জলিল বলেন, ‘আমিও জমজমের বিরুদ্ধে মামলা করেছি। আমি ভদ্র বলেই মামলা নিয়ে উচ্চবাচ্য করিনি।’

তিনি আরও বলেন, ‘সে যদি মামলা করে থাকে তাহলে করতে পারে। আমি ভিনদেশি, আমাকে তো আর নিয়ে যেতে পারবে না।’

এ সময় অনন্ত জলিল নিজেকে সত্যের পথের পথিক বলে দাবি করেন। ইরানের আদালতের নোটিশের খবরটি মিথ্যা ও সম্পূর্ণ বানোয়াট বলেও মনে করেন।

অনন্ত জলিল বলেন, এটি উদ্দেশ্যেপ্রণেদিত। মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

এ বছর কোরবানির ঈদে সারা দেশে মুক্তি পেয়েছিল অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘দিন: দ্য ডে’ সিনেমাটি। বিদেশের মাটিতেও এ সিনেমা প্রশংসিত হয়। তবে এর কিছুদিন পরই সিনেমাটির  স্বত্বাধিকার নিয়ে নায়ক ও পরিচালকের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:৪৩ অপরাহ্ণ
  • ৬:৪৯ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ