দুর্নীতি হলে কাউকে ছাড় দেয়া হবে না : হাইকোর্ট


প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২২, ৮:১৭ পূর্বাহ্ন / ১৩২
দুর্নীতি হলে কাউকে ছাড় দেয়া হবে না : হাইকোর্ট

দুর্নীতি হলে কাউকে ছাড় দেয়া হবে না বললেন হাইকোর্ট।

রোববার (২৭ নভেম্বর) সংসদ সদস্য সালাম মুর্শেদির গুলশানের বাড়ী নিয়ে শুনানীতে এ মন্তব্য করে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ।

বাড়ি সংক্রান্ত সকল নথি বৃহস্পতিবারের মধ্যে দাখিল করতে রাউজক ও গণপূর্তকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

২৭ নভেম্বর দখলে থাকা গুলশানের বাড়ি সম্পর্কিত নথি হাইকোর্টে দাখিল করেন সালাম মুর্শেদী।

গত ১ নভেম্বর ওই সম্পত্তি সম্পর্কিত সব কাগজপত্র ১০ দিনের মধ্যে আদালতে দাখিল করতে রাজউক, গণপূর্ত বিভাগ ও সালাম মুর্শেদীকে নির্দেশ দেয় আদালত। সেই সাথে সরকারের সম্পত্তি নিজের নামে লিখে বাড়ি বানানোর অভিযোগে সালাম মুর্শেদীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:৪৩ অপরাহ্ণ
  • ৬:৪৯ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ