বরিশাল-ঢাকা রুটের ৪ লঞ্চের যাত্রা বাতিল


প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০২২, ৮:২২ অপরাহ্ন / ১২০
বরিশাল-ঢাকা রুটের ৪ লঞ্চের যাত্রা বাতিল

যাত্রী সংকটের কারণ দেখিয়ে ঢাকা বরিশাল রুটের চারটি লঞ্চের যাত্রা বাতিল করা হয়েছে। বরিশাল থেকে এই চারটি লঞ্চ আজ শুক্রবার ছেড়ে যাবে না ঢাকার উদ্দেশ্যে। 

শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিআইডব্লিউটি-এর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক মো. কবির।

তিনি বলেন, ‘যাত্রী সংকটের কারণে প্রিন্স আওলাদ, পারাবত ১৮, সুরভী ৭ ও সুন্দরবন ১১ লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা বাতিল করেছে। শুধু মাত্র পারাবত ১১ লঞ্চটি ঢাকায় যাত্রী পরিবহন করবে। ঢাকা থেকেও শুধু শুভরাজ লঞ্চটি বরিশালে যাত্রী পরিবহন করবে। এছাড়া ফারহান ৭ ঢাকা থেকে ঝালকাঠি যাবে বরিশাল ভায়া হয়ে।’ 

পারাবত ১১ লঞ্চের স্টাফ সুমন জানান, ঢাকায় বিএনপির সমাবেশের কারণে যাত্রী সংখ্যা কম। 

এছাড়া ঝালকাঠি ও বরগুনা থেকেও কোনো লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ৪:২৩ অপরাহ্ণ
  • ৬:১১ অপরাহ্ণ
  • ৭:২৫ অপরাহ্ণ
  • ৫:৪২ পূর্বাহ্ণ