কুড়িগ্রামের রৌমারীতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৯ ডিসেস্বর) দুপরে অতিরিক্ত পুলিশ সুপার মো. রহুল আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রতনপুর গ্রামের রাশেদা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে দুই জনকে আটক করা হয়। পরে রাশেদা বেগমের রান্না ঘরের চুলার নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় এক হাজার পিস ইয়াবা জব্দ হয়। এছাড়া জাহার আলীর শরীরে থাকা জ্যাকেটের ভেতর থেকে সাত হাজার পিস ইয়াবা জব্দ হয়।
আপনার মতামত লিখুন :