প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২২, ১:৪৫ অপরাহ্ন / ১৩৬
স্টাফ রিপোর্টার নড়াইলঃ নড়াইলের কালিয়ায় বজ্রপাতে কামরুন্নাহার (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ২৩ জুলাই (শনিবার) দুপুর ১২ টায় উপজেলার ইলিয়াছাবাদ ইউনিয়নের রাজাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের বাবর আলী শিকদারের স্ত্রী। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ওই দিন উঠানে তিনি সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। দুপুরে বৃষ্টি শুরু হলে ওই গৃহবধূ গোয়াল ঘরের পাশে গাছের নীচেয় আশ্রয় নেয়। এ সময় হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়।
বিষয়টি বড়নাল পুলিশ তদন্ত কেন্দের ইনচার্জ মোঃ সেলিম মোল্যা নিশ্চিত করে বলেন,
জেলা পুলিশ সুপারের সাথে সমন্বয় করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২ পূর্বাহ্ণ
  • ১১:৫৭ পূর্বাহ্ণ
  • ৪:১৯ অপরাহ্ণ
  • ৬:০৬ অপরাহ্ণ
  • ৭:২০ অপরাহ্ণ
  • ৫:৪৪ পূর্বাহ্ণ