৭দিনের মধ্যে ফুটপাত দখলমুক্ত করতে পৌর মেয়রের নির্দেশ


প্রকাশের সময় : মে ১৬, ২০২৪, ২:৪৫ অপরাহ্ন / ১৩৬
৭দিনের মধ্যে ফুটপাত দখলমুক্ত করতে পৌর মেয়রের নির্দেশ

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর পৌর শহর সৌন্দর্য ও যানজট মুক্ত রাখতে নির্দেশ দিয়েছেন পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। আগামী ৭দিনের মধ্যে ফুটপাত দখলমুক্ত মুক্ত করতে ব্যবসায়ীদের আহবান করেন তিনি।

মঙ্গলবার (১৪মে) সকালে একটি বিজ্ঞপ্তির প্রদানের মাধ্যমে তিনি এ নির্দেশ দেন।

নির্দেশনায় বলা হয়, লক্ষ্মীপুর শহর প্রশস্তকরনের কাজ প্রায় শেষের দিকে। এদিকে ব্যবসায়ীরা স্ব স্ব দোকানের সামনে ফুটপাত তথা ড্রেন দখল করে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করছে। মূলত ড্রেন ফুটপাত হিসেবে ব্যবহার করে স্কুল-কলেজের শিক্ষার্থী সহ সর্বস্তরের পথচারী চলাচল করবে। তাই আগামী ৭দিনের মধ্যে ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ প্রদান করা হয়েছে।
পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, পৌর শহর সৌন্দর্য রাখা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। পৌরসভার একার পক্ষে সম্ভব না এ শহর সুন্দর রাখা। তাই প্রত্যেকেই এগিয়ে আসতে হবে। ফুটপাত দখলমুক্ত করতে তাই সকলকে আহবান জানাচ্ছি।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ৩:৩৫ অপরাহ্ণ
  • ৫:১৪ অপরাহ্ণ
  • ৬:৩২ অপরাহ্ণ
  • ৬:২৪ পূর্বাহ্ণ