হাতীবান্ধা থানাধীন তিস্তা ব্যারেজের পুলিশ চেকপোষ্টে গাড়ী তল্লাশী ডিউটি করাকালে ০১ টি অটোইজি বাইক তল্লাশী করিয়া ৫০(পঞ্চাশ) বোতল ফেন্সিডিলসহ অটোইজি বাইক চালক মোঃ রেজাউল করিম(৩২) কে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে আসামীর বিরুদ্ধে হাতীবান্ধা থানার মামলা নং-১০ তাং-০৫/০৮/২০২২ ইং ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিঃ আইনের ৩৬(১) সারণীর ১৩(খ) রুজু করা হয়। উদ্ধার-৫০ (পঞ্চাশ) বোতল ফেন্সিডিল ও ফেনসিডিল বহনের ০১ টি অটোইজি বাইক।
উদ্ধারকারী/এসআই মোঃ সিদ্দিক সঙ্গীয় অফিসার ও ফোর্স হাতীবান্ধা থানা লালমনিরহাট।
আপনার মতামত লিখুন :