লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ দাদন মিয়া মৃধার বিরুদ্ধে নানান অভিযোগে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা সদর উপজেলার ২০নং চর রমনী মোহন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সভাপতির দায়িত্বে ছিলেন।
গত ২মে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ ইলিয়াস মীর, যুগ্ম আহবায়ক মোঃ লিটন হোসেন ও মোঃ ফরহাদ হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে অব্যাহতি প্রদান করা হয়।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ ইলিয়াস মীর বলেন, মোঃ দাদন মিয়া মৃধা ৩নং ওয়ার্ডে দায়িত্ব পাওয়ার পর থেকে এলাকার সাধারণ মানুষের সাথে ক্ষমতার অপব্যবহার, অসদাচরন, চুরি, ডাকাতী সহ আইন শৃংখলা পরিপন্থী নানা কাজের সাথে জড়িত হয়ে পড়েন। তার এ সমস্ত কার্যকলাপে সংগঠনের ভাবমূর্তি নষ্ট হওয়ায় তাকে তার পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করে মোঃ দাদন মিয়া মৃধা বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমি যদি এসব কাজে জড়িত থাকতাম তাহলে আমার বিরুদ্ধে মামলা থাকতো।
আপনার মতামত লিখুন :