সিএনজি মালিক ও চালকদের সাথে মতবিনিময়


প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২২, ৪:০১ অপরাহ্ন / ১০৪
সিএনজি মালিক ও চালকদের সাথে মতবিনিময়

আজ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক দক্ষিন জোন, জিএমপি ও টংগী এলাকার সিএনজি মালিক ও চালকদের এক মত বিনময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জিএমপি, ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আলমগীর হোসেন মহোদয় নিম্নোক্ত নির্দেশনাবলী প্রদান করেনঃ
১/ বিআরটি কর্তৃক গাজীপুরে চালিত সিএনজি’ র জন্য নির্ধারিত রং “মেরুন “। আগামী ৩০ নভেম্বরের মধ্যে সকল সিএনজি’র গায়ের রং মেরুন করে নেয়ার নির্দেশ প্রদান করেন।
২/ সিএনজি’র গায়ে লেমিনেট করে নিম্নোক্ত তথ্যাদি প্রদানের নির্দেশ দেন-
*গাড়ির রেজি. নং
*গাড়ির মালিকের নাম
* গাড়ির মালিকের মোবাইল নাম্বার
* চালকের নাম
* চালকের মোবাইল নাম্বার
* গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক কন্ট্রোলরুম ( ডেল্টা-১) এর মোবাইল নাম্বার
৩/সকল সিএনজি’র বৈধ সকল কাগজ যেমন- রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট, চালকের ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি নিশ্চিত করে রাস্তায় সিএনজি চালনার নির্দেশ দেন।
৪/ প্রাইভেট সিএনজি ভাড়ায় না চালানোর নির্দেশ প্রদান করেন এবং যত্রতত্র পার্কিং করতে নিষেধ করেন।
৫/ রাস্তায় কোথাও কোন চাঁদাবাজি হলে তৎক্ষণাৎ জিএমপি ট্রাফিক বিভাগকে জানানোর জন্য বলেন ।

আলোচনা সভায় উপস্থিত মালিক ও চালকবৃন্দ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন, এসময় ডিসি ট্রাফিক মহোদয় পুলিশের সংশ্লিষ্ট ইউনিটের সাথে আলোচনা করে উদ্ভূত সমস্যার আশু সমাধানের আশ্বাস প্রদান করেন।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:৪৩ অপরাহ্ণ
  • ৬:৪৯ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ