সাতক্ষীরায় মস্তকবিহীন লাশ উদ্ধারের ঘটনায়,প্রধান অভিযুক্ত RAB এর খাঁচায়, মাথা উদ্ধার।


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২২, ২:১৭ অপরাহ্ন / ১৪১
সাতক্ষীরায় মস্তকবিহীন লাশ উদ্ধারের ঘটনায়,প্রধান অভিযুক্ত RAB এর খাঁচায়, মাথা উদ্ধার।

ক্রাইম রিপোর্টার,মোঃ তরিকুল ইসলামঃ সাতক্ষীরায় ব্যবসায়ী বন্ধুকে নৃশংসভাবে জবাই করে হত্যার ৭২ ঘন্টা পর ঘাতক জাকির হোসেন, চা বিক্রেতা ইয়াসিন আলীর খন্ডিত মস্তক র‌্যাবের হাতে তুলে দিয়েছে। আজ ৪ই সেপ্টেম্বর (রবিবার) সকালে সাতক্ষীরা শহরের অদূরে কামালনগরের বাইপাস সড়কের একটি কালভার্টের নিচ থেকে চা বিক্রেতা ইয়াসিন আলীর বস্তায় মোড়ানো মস্তকটি উদ্ধার করে র‌্যাব-৬।

এর আগে গতকাল রাতে ঘাতক সাতক্ষীরা সদরের জাকির হোসেন(৪৫)কে আলীপুর এর খালচরে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে সে এই হত্যার কথা স্বীকার করে। পরে তাকে নিয়ে র‌্যাব-৬ এর একটি চৌকসদল ঘটনাস্থলে গিয়ে খণ্ডিত মস্তকটি জলাশয় থেকে তুলে আনে।


ঘাতক জাকিরের দেওয়া জবানবন্দীর বরাত দিয়ে র‌্যাব-৬ এর খুলনা, কমান্ডার লে. কর্নেল মোঃ মোশতাক আহমেদ বলেন, সে একাই এই হত্যার ঘটনা ঘটিয়েছে। সে আরো জানিয়েছে, শহরের সুলতানপুর এলাকার চা বিক্রেতা ইয়াসিন আলীর কাছে সে ২০ হাজার টাকা পেতো। দীর্ঘদিন ধরে এই টাকা না দেওয়ায় সে তাকে শায়েস্তা করার পরিকল্পনা করে।

এরই জের হিসাবে ৩০ আগস্ট দিবাগত রাতে সে তাকে একটি ভ্যানে করে কাজের কথা বলে বকচারা বাইপাস সড়কে ডেকে নিয়ে যায়। পরে সুযোগ বুঝে তাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। এসময় লাশটি জলাশয়ে ফেলে দিয়ে ১ কি.মি দূরে কামালনগর বাইপাসের কালভার্টের নিচে বস্তায় মুড়ে খন্ডিত মস্তক পানিতে ফেলে দেয়। তবে এই হত্যার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে র‌্যাব।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২ পূর্বাহ্ণ
  • ১১:৫৭ পূর্বাহ্ণ
  • ৪:১৯ অপরাহ্ণ
  • ৬:০৬ অপরাহ্ণ
  • ৭:২০ অপরাহ্ণ
  • ৫:৪৪ পূর্বাহ্ণ