সর্ব সাধারণের মাছ ধরার উন্মোক্ত খালটি এখন প্রভাবশালীদের দখলে


প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৩, ৯:২৮ অপরাহ্ন / ২৫৮
সর্ব সাধারণের মাছ ধরার উন্মোক্ত খালটি এখন প্রভাবশালীদের দখলে

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ-জেলার নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়নের সিদ্ধেশ্বরী থেকে শরৎ বাবুর বটগাছ পর্যন্ত সর্ব সাধারণের জন্য উন্মোক্ত খালটি এখন প্রভাবশালীদের দখলে ।ক্ষুদ্র জেলেগোষ্টি আর গ্রামবাসী সাধারণ মানুষকে খালে নামতে ও মাছ ধরতে দিচ্ছে না প্রভাবশালীরা।খালে মাছ ধরতে না পেরে মানবেতর জীবণ যাপন করছে কয়েকটি ক্ষুদ্র জেলেগোষ্টি পরিবার।এ বিষয়ে তারা স্থানীয় সংসদ সদস্য,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় লিখিত অভিযোগ করেও পাচ্ছে না কোন প্রতিকার।কর্তৃপক্ষ খালটিকে জনসাধারণের জন্য উন্মোক্ত ঘোষনা করে দিলেও সেখানে যেতে পারছেনা কোন সাধারণ মানুষ। বিষয়টি দ্রুত সমাধান না হলে যে কোন সময় ঘটতে পারে কোন বড় ধরনের অঘটন।এমন আশংকা এলাকাবাসীর। এলাকাবাসীরা জানায়,গ্রামের প্রভাবশালী মুইদর আলীর ছেলে আকবর মিয়া (৫৫), সফিকুর রহমানের ছেলে সাচ্চু মিয়া( ৪৫), ছালেক মিয়ার ছেলে নোমান মিয়া (৪৫),ইব্রাহিম মিয়া( ৪০), সরজ উদ্দিনের ছেলে মাঞ্জু মিয়া( ৪৮), শিশু মিয়ার ছেলে নাসিরর মিয়া (৪৫), গাবরু মিয়ার ছেলে কদু মিয়া( ৪৫), তারু মিয়ার ছেলে বরজু মীর (৬০), গোলাম হোসেন (৬৫), মনু মিয়ার ছেলে আলী রহমান (৪৮),খালেক মিয়ার ছেলে মাহফুজ মিয়া (৪৮)খালটি বাঁশ কাটা ও গাছের ঢালপালা ফেলে দখল করে রেখেছে আর গ্রামবাসী যে কেউ ওই খালে গেলে তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে।স্থানীয় সংসদ সদস্য,উপজেলা নির্বাহী কর্মকর্তা খালটিকে জননাধারণের জন্য উন্মোক্ত ঘোষনা করলেও প্রভাবশালীরা বলছে তারা অনেক উপর থেকে খালটি লীজ নিয়ে এসেছে।অথচ লীজের বিষয়ে কিছুই জানেন না স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা,সহকারী কমিশনার ভূমি ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা।অভিযুক্তদের খোঁজতে গেলে তাদের কাউকেই পাওয়া যায়নি।

সরেজমিন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলে,স্থানীয় ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তার সাথে কথা বলতে তার অফিসে গেলে অফিসটি বন্ধ পাওয়া যায়।তার ব্যবহৃত মোবাইল নাম্ভারে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:৪৩ অপরাহ্ণ
  • ৬:৪৯ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ