সরকার হটানোর চক্রান্ত আবারও শুরু হয়েছে। নেতিবাচক রাজনীতির জন্য বিএনপির পতন অনিবার্য। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার (২৩ নভেম্বর) নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার রাজধানীর বাসভবন থেকে সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন।
তিনি বলেন, বিএনপি তারেক রহমানকে তাদের নেতা মানতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ কখনো তাকে নেতা মানবে না। যে নেতা রাজনীতি না করার শর্তে মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে যান, তিনি আর যাই হোন দেশের জনগণের নেতা হতে পারেন না।
ওবায়দুল কাদের বলেন, সরকার হটানোর চক্রান্ত আবারও শুরু হয়েছে। এই চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ সময় চক্রান্ত ও ষড়যন্ত্র প্রতিরোধে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :