যেখানে স্লোগান হওয়ার কথা ছিলো যুব সমাজ গড়বে দেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ, যুব সমাজ গড়বে দেশ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ। সেই যুব সমাজ আজ মাদকের নেশায় কোথায় যেনো হারিয়ে যাচ্ছে। সম্প্রতি যুবসমাজের কর্মকাণ্ডের প্রতি তাকালে জাতিকে অবাক হতে হয়। কারণ দেশ ও জাতির কর্ণধার সেই যুবসমাজ নৈতিক অবক্ষয়ের সাগরে আকণ্ঠ নিমজ্জিত। তাদের অনেকেরই নৈতিক কিংবা সামাজিক মূল্যবোধ নেই। এই যুবকদের মধ্যে কেউ মাদকাসক্ত, কেউ অসামাজিক, কেউ চাঁদাবাজি, কেউ অস্ত্রবাজি, কেউ চুরি-ডাকাতি -ছিনতাই, প্রভৃতি অন্যায় -অপকর্মে লিপ্ত। দেশে একের পর এক নারী -শিশু ধর্ষণের শিকার হচ্ছে, এর বেশিরভাগ অপরাধ মাদকাসক্ত কিশোর,যুবকদের দ্বারাই সংঘঠিত হচ্ছে।
এভাবে চলতে থাকলে আমরা আমাদের স্বাধীনতার সুফল ঘরে তুলতে পারবো না। সমাজের নেতৃত্ব স্থানীয় মানুষদের এগিয়ে আসতে হবে, সচেতন হতে হবে পারিবারিক এবং সামাজিক ভাবে। শেখ মণি স্মৃতি পরিষদ যেভাবে তৃণমূলে কাজ করছে মাদকের বিরুদ্ধে এ সংগঠনের একজন সদস্য হিসেবে আমি গর্ববোধ করি। আপনার যার যার জায়গা থেকে মাদকের বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তুলুন। মাদক সামাজিক বিশৃঙ্খলা থেকে শুরু করে সর্বক্ষেত্রে একাধিক সমস্যার সৃষ্টি করে।
লেখক : সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।
আপনার মতামত লিখুন :