সংসদের অধিবেশন শুরু, শেষ ৬ নভেম্বর


প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২২, ১০:৫৫ পূর্বাহ্ন / ৯২
সংসদের অধিবেশন শুরু, শেষ ৬ নভেম্বর

রোববার বিকাল সাড়ে ৪টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

চলতি অধিবেশন আগামী ৬ নভেম্বর পর্যন্ত চলবে বলে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়। সংসদ অধিবেশনের শুরুতে স্পিকার সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেন।
সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- উপাধ্যক্ষ আব্দুস শহীদ, মকবুল হোসেন, মনোয়ার হোসেন চৌধুরী, কাজী ফিরোজ রশীদ ও সুবর্ণ মুস্তাফা।
এরপর স্পিকার সংসদে শোকপ্রস্তাব উত্থাপন করেন। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেখ এ্যানী রহমান, ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথসহ সাবেক একাধিক সংসদ সদস্য ও বিশিষ্টজনের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়।
পরে সাজেদা চৌধুরী ও এ্যানী রহমানের মৃত্যুতে সংসদে আলোচনা অনুষ্ঠিত হয়।
চলতি সংসদের কোনো সংসদ সদস্য মারা গেলে সংসদে শোকপ্রস্তাবের ওপর আলোচনা করে রেওয়াজ অনুযায়ী সংসদের বৈঠক মুলতবি করা হয়।
সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) তারিক মাহমুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার অধিবেশন শুরু হয়ে আগামী ৬ নভেম্বর শেষ হবে বলে সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১০ম বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।
সংসদ ভবনে রোববার সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন বিকাল সাড়ে চারটায় অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। কমিটির সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশ নেন।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৪৪টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ১০০৩টি প্রশ্নসহ মোট ১,০৪৭টি প্রশ্ন পাওয়া গেছে, বিধি ৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৩৫টি। বেসরকারি সদস্যদের বিলের কোনো নোটিশ পাওয়া যায়নি।
এছাড়া আগে অনিষ্পন্ন ১০টি বেসরকারি বিলের মধ্যে গত সপ্তদশ অধিবেশনে একটি বিল উত্থাপিত হয়ে কমিটিতে পরীক্ষাধীন রয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার পর্যন্ত পাঁচটি সরকারি বিল এবং গত অধিবেশনে অনিষ্পন্ন ১২টি বিলসহ ১৭টি বিলের মধ্যে কমিটিতে পরীক্ষাধীন আটটি, পাসের অপেক্ষায় দুটি ও উত্থাপনের অপেক্ষায় সাতটি বিল রয়েছে।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:৪৩ অপরাহ্ণ
  • ৬:৪৯ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ