লালপুরে ভাঙ্গা ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার


প্রকাশের সময় : মে ১২, ২০২৪, ৬:২৪ অপরাহ্ন / ৯৪
লালপুরে ভাঙ্গা ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার

এ জেড সুজন মাহমুদ, লালপুর(নাটোর)প্রতিনিধি:নাটোরের লালপুর উপজেলার সন্তোষপুর গ্রামের তিন মুখী ব্রিজ নামে পরিচিত এই ব্রিজ টির প্রায় সম্পূর্ণটাই ভেঙে যাওয়ার পথে এলাকাবাসী আতঙ্কিত অবস্থায় বসবাস করছে।
ভাঙ্গা এই ব্রিজ ওপর দিয়েই চলছে ছোট যানবাহন। চলাচল করছে লোকজনও। মাস পেরিয়ে বছর পার হলেও ব্রিজ সংস্কার কিংবা পুনঃনির্মাণের কোন উদ্যোগ নেই। যে কোন মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে ২০ গ্রামের হাজার হাজার মানুষের।উপজেলার অর্জুন পাড়া,গরেভিটা, কচুয়া কারিগর পাড়া, গোবিন্দপুর ফার্ম, সিরাজিপুর ফার্ম,বিলশোলিয়া সহ প্রায় লালপুর ও আড়বাব ইউনিয়ন মিলে ২০ গ্রামের মানুষকে ব্রিজ এক সুতোয় বেঁধেছে। প্রতিদিন এই ব্রিজের ওপর দিয়ে চলাচল করে হাজার হাজার মানুষসহ যানবাহন। প্রায় চার যুগ ধরে মানুষ আর যানবাহনের ভার বইতে বইতে জরাজীর্ণ দশা হয়েছে ব্রিজের। এছাড়াও উত্তরবঙ্গের শিল্প প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল সুগার মিলের অন্যতম গোবিন্দপুর খামার প্রধান রাস্তা হিসেবে এটাই গণ্য করা হয়। সুগার মিলের গাড়িসহ এলাকাবাসীর আতঙ্ক বিরাজ করছে এই ব্রিজে সংযোগ প্রায় বিচ্ছিন্ন পথে।স্থানীয়দের দাবি আমাদের উপজেলা সদর, বাজার, মেডিকেল এ যাওয়ার প্রধান রাস্তা এই ব্রিজ দিয়ে এই অবস্থায় থাকলে আমরা কিভাবে এ রাস্তায় চলাফেরা করব অতি শীঘ্রই এই ব্রিজের মেরামতের জন্য ব্যবস্থা করা হোক। এ বিষয়ে বাসিন্দা মিন্টু বলেন বিভিন্ন কারণে এই ব্রিজটি দুর্বল হয়ে পড়ার কারণে ব্রিজটি অর্ধেক ভেঙে গেছে অর্জুন পাড়া ঘরে ভিটা কচুয়া সিরাজীপুর ফার্ম গোবিন্দপুর ফার্মে থেকে আশা মানুষের প্রধান রাস্তা এটি অতি শীঘ্রই এই বৃষ্টি সংস্কার না হলে প্রায় ২০ গ্রামের মানুষ হাট বাজার চিকিৎসা ও অন্যান্য সকল কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে।
এ বিষয়ে সচেতন নাগরিক রাকিব বলেন, এই রাস্তাটি নর্থ বেঙ্গল সুগার মিলের রাস্তা এই ব্রিজ নর্থ বেঙ্গল সুগার মিলের আওতাধীন অবস্থায় আছে যে কোন মুহূর্তে যদি এই ব্রিজ সংস্কার না হয় তাহলে আমাদের লালপুর থেকে বিচ্ছিন্ন অবস্থায় পড়ে যাবে প্রায়ই ২০ টি গ্রাম।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ৩:৩৫ অপরাহ্ণ
  • ৫:১৪ অপরাহ্ণ
  • ৬:৩২ অপরাহ্ণ
  • ৬:২৪ পূর্বাহ্ণ