লক্ষ্মীপুর হলি গার্লস স্কুলের বনভোজন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৪, ২০২৪, ১:৫০ অপরাহ্ন / ১৫৯
লক্ষ্মীপুর হলি গার্লস স্কুলের বনভোজন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

লক্ষ্মীপুর প্রতিনিধি : আনন্দ উল্লাসে শেষ হলো লক্ষ্মীপুর হলি গার্লস স্কুলের বনভোজন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) পৌর শিশু পার্কে এ আয়োজন করে প্রতিষ্ঠানটি। আবদ্ধ শ্রেণি কক্ষে নয় খোলা আকাশের নিচে সারাদিনই খেলাধুলা আর আড্ডায় মেতেছিলো শিক্ষার্থীরা।

হলি গার্লসের দিনব্যাপী এ আয়োজন শুরু হয় সকাল ৯ টা থেকে। এরপর এঁকে এঁকে শুরু হয় ‘দৌড় খেলা, বালিশ খেলা, চেয়ার খেলা, হাড়ি ভাঙা, চকলেট কুড়ানো, বেলুন ফুটানো, মেধা যাচাইসহ ২৫ টি ইভেন্টের খেলা। দুপুরে খাবার গ্রহনের পর শুরু হয় আকর্ষনীয় সব প্রতিযোগীতা। যেমন খুশি তেমন সাজো, অঙ্ক খেলা, ছেলেদের মুরগির লড়াই ও অভিভাবকদের চেয়ার খেলা। দিনব্যাপী এ আয়োজনে সবচেয়ে বেশি উপভোগ্য ছিল ‘যেমন খুশি তেমন সাজো ও অভিভাবকদের চেয়ার খেলা।’
এদিন বিকাল বেলায় বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণ পর্বে হলি গার্লস স্কুলের অধ্যক্ষ চৌধুরী গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। অন্যান্যদের মধ্যে ছিলেন, হলি ফাউন্ডেশন ও শাহী গ্রুপের চেয়ারম্যান মেসবাহুর রহমান চিশতি, ডা: রফিকুল আলম মেহেদি, ডাক্তার ফাতেমাতুজ জোহরা, উপাধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম সুমন, শহর পুলিশ ফাঁড়ির এস আই নাসির উদ্দিন, স্কুলটির শিক্ষক ফাতেমা বেগম, দিলরুবা আক্তার, রুবিনা ইয়াসমিন, নাবিলা ইসলাম আসগর হোসেনসহ ৫ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:৪৩ অপরাহ্ণ
  • ৬:৪৯ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ