লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ফের সভাপতি ও সম্পাদক পদে বর্তমানদের রাখা হয়েছে। এতে আবারও সভাপতি হয়েছেন গোলাম ফারুক পিংকু এবং সাধারণ সম্পাদক পদ পেয়েছেন অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আংশিক এ কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফললুল করিম সেলিম।
কমিটিতে সহ-সভাপতি হন সফিকুল ইসলাম ও ডা. এহসানুল কবীর জগলুল। তারা দুইজনেই আগের কমিটির গুরুত্বপূর্ণ পদে ছিলেন। পরবর্তীতে কমিটিতে অন্য সদস্যদের নাম অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
এর আগে ২০১৫ সালের ৩ মার্চ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। তখন গোলাম ফারুক পিংকুকে সভাপতি ও নুর উদ্দিন চৌধুরী নয়নকে সাধারণ সম্পাদক করে ৭৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল। দ্বিতীয় মেয়াদের শীর্ষ এ দুই নেতা আবারও দায়িত্ব পেয়েছেন।
আপনার মতামত লিখুন :