লক্ষ্মীপুরে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৯, ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন / ৩১২
লক্ষ্মীপুরে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

লক্ষ্মীপুর প্রতিনিধি: তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে বিমুখ রাখতে লক্ষ্মীপুরে শুরু হয়েছে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের। সোমবার সন্ধ্যায় টুর্নামেন্টের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু।
স্বাধীনতা স্পোর্টিং ক্লাবের আয়োজনে বোস প্রফেসর ড. আবদুল মতিন চৌধুরী শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টে ১০টি দল অংশ নেয়।
উদ্বোধনী খেলায় অংশ নেয় স্বাধীন থাই গ্লাস বনাম বাদামতলী ওয়ারিয়র্স।

স্বাধীনতা স্পোর্টিং ক্লাবের সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাহফুজ আলমের সঞ্চালনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক একেএম ফরিদ উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন আরিফ, ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর আলম মোহন।
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা রেদওয়ানুল করিম রঞ্জু, টুর্নামেন্ট কমিটির আহবায়ক আব্বাস উদ্দিন, সদস্য সচিব জাহিদ সানি, সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল, অনিক মাহমুদ পরান, বাহাউদ্দীন খলিল, যুগ্ম সাধারণ ফয়সাল কবির, সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান রুবেল সহ অন্যান্য সদস্যবৃন্দ।

সংগঠনটির সভাপতি মোবারক হোসেন জানান, ২০০৬ সালে ক্রীড়া ও সামাজিক কর্মকান্ড পরিচালনার লক্ষ্যে স্বাধীনতা স্পোর্টিং ক্লাবের যাত্রা শুরু হয়। সে থেকে এলাকার যুব সমাজকে খেলাধুলার সাথে সম্পৃক্ত রাখতে নানানমুখী কর্মকান্ড হাতে নেয় সংগঠনটি। ২০০৯সাল থেকে এ টুর্নামেন্ট পরিচালিত হচ্ছে। আশা করি ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২ পূর্বাহ্ণ
  • ১১:৫৭ পূর্বাহ্ণ
  • ৪:১৯ অপরাহ্ণ
  • ৬:০৬ অপরাহ্ণ
  • ৭:২০ অপরাহ্ণ
  • ৫:৪৪ পূর্বাহ্ণ