গাজী মমিন, লক্ষ্মীপুর প্রতিনিধি: তীব্র তাপদাহে হাঁপিয়ে ওঠা তৃষ্ণার্ত পথচারী ও রিকসাচালকদের মাঝে বিশুদ্ধ পানি ও টেস্টি স্যালাইন বিতরণ করেছেন লায়ন্স ক্লাব অব লক্ষ্মীপুর সিটি। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাব এলাকায় এই কার্যক্রম পরিচালনা করা হয়।
বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন লায়ন্স ক্লাব অব লক্ষ্মীপুর সিটির সভাপতি প্রফেসর আহমে মোস্তাকুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুস সাত্তার ফলোয়ান, লায়ন্স ক্লাব অব লক্ষ্মীপুর সিটির ভাইস প্রেসিডেন্ট হাবিবুর রহমান সবুজ, সেক্রেটারি এডভোকেট মাহির আসহাব, সাবেক সেক্রেটারি গাজী মমিন, সাংবাদিক ফিরোজ উদ্দিন হাওলাদার প্রমুখ।
এ সময় দু’শতাধিক পথচারী, রিকসাচালক ও খেটেখাওয়া মানুষের মাঝে পানি এবং তৃষ্ণা নিবারক স্যালাইন বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :