লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলার ৩নং দালাল বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ড় থেকে মেম্বার পদে প্রার্থী হয়েছেন হুমায়ুন কবির। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার জুয়া খেলার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এনিয়ে এলাকার চায়ের দোকানে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। ভিডিও টিতে দেখা যায় মেম্বার প্রার্থী হুমায়ুন কবির একটি বাগানে ত্রিপল বিছিয়ে ৮/১০জনের একটি জুয়া খেলার আসর বসিয়ে জুয়া খেলছেন। কে বা কারা রাতের আধারে জুয়া খেলার
ছবি লিফলেট চাপিয়ে এলাকায় কয়েক স্থানে টাঙিয়ে দিয়েছে।
এবিষয়ে মেম্বার প্রার্থী হুমায়ুন কবির বলেন, আমাকে নির্বাচনে বাধা দেওয়ার জন্য একটি মহল এই ভিডিও এবং ছবি প্রচার করছে। আমি অনেকের সাথে কথা বলেছি। আমার ক্ষতি করার জন্যই প্রতিপক্ষ এগুলো নিয়ে বাড়াবাড়ি করছে।
উল্লেখ্য, আগামী ২৮ এপ্রিল লক্ষ্মীপুর সদর উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (১০ মার্চ) ভোটের এই তফসিল দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোট হওয়া ইউনিয়ন পরিষদগুলো হলো- দক্ষিণ হামছাদী, দালাল বাজার, বাঙ্গাখাঁ, তেওয়ারীগঞ্জ ও লাহারকান্দি।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ মার্চ, মনোনয়নপত্র বাছাই ১ এপ্রিল, আপিল দায়েরের সময় ২ থেকে ৪ এপ্রিল, আপিল নিষ্পত্তি ৫ থেকে ৭ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৮ এপ্রিল। আর প্রতীক বরাদ্দ ৯ এপ্রিল এবং ভোটগ্রহণ ২৮ এপ্রিল।
আপনার মতামত লিখুন :