লক্ষ্মীপুর প্রতিনিধি: স্কুল ও মাদরাসা শিক্ষার সমন্বয়ে উদ্বোধন হলো লক্ষ্মীপুর মডেল স্কুল এন্ড কলেজ ও লক্ষ্মীপুর মডেল আলিম মাদরাসা।
শনিবার ২৭ জানুয়ারি সকালে শহরের মজুপুর এলাকায় ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সভাপতি মিজানুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার তারেক বিন রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জাহিদুল ইসলাম বিপ্লব, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূইয়া, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবু তালেব, জেলা কৃষক লীগের সভাপতি সিএম আবদুল্লাহ, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মাহবুব ইমতিয়াজ।
এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান অধ্যক্ষ আ.ন.ম ইব্রাহিম, সহ-সভাপতি আব্দুল আজিম শাকিল, পরিচালক মোঃ রিপন, ওবায়েদুল কাদের রনি, আ.স.ম সায়েম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন শেষে ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের দিনব্যাপী পিঠা উৎসব। এতে ৩৫টি স্টল হরেক রকম পিঠার পসরা সাজায়। শিক্ষার্থীদের হাতে তৈরি এসব পিঠা, চলে বেচাকেনার ধুম।
আপনার মতামত লিখুন :