লক্ষ্মীপুরে পথচারীদের মাঝে পৌর মেয়রের ঠান্ডা পানি ও শরবত বিতরণ


প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৪, ৭:৫৭ অপরাহ্ন / ১০১
লক্ষ্মীপুরে পথচারীদের মাঝে পৌর মেয়রের ঠান্ডা পানি ও শরবত বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি: তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে লক্ষ্মীপুরের মানুষ। সবচেয়ে বিপাকে পড়েছেন পথচারী ও শ্রমজীবীরা। জীবন জীবিকার তাগিদে তীব্র তাবদাহে বাহিরে আসতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের।

এসব মানুষদের কথা চিন্তা করে ঠান্ডা পানি ও শরবত বিতরণ কার্যক্রম শুরু করেছে লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।
মঙ্গলবার (২৩এপ্রিল) দুপুরে শহরের চক বাজার এলাকায় আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রম শুরু করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা আলা উদ্দিন, প্যানেল মেয়র মোহাম্মদ আলী খোকন, কাউন্সিলর উত্তম দত্ত, আব্দুল মান্নান সুমন সহ আরো অনেকে।

জানা যায়, তীব্র তাবদাহ থেকে পৌরবাসী একটু স্বস্তি পেতে ও ক্লান্তি নিবারনের জন্য শহরের চক বাজার, উত্তর তেমুহনী, দক্ষিন তেমুহনী ও ঝুমুর এলাকায় ঠান্ডা পানি ও শরবত এর ট্যাঙ্ক স্থাপন করা হয়। এতে যে কেউ বিশুদ্ধ ঠান্ডা পানি ও শরবত পান করতে পারবেন।

এমন কার্যক্রমে মেয়রকে ধন্যবাদ জানাচ্ছেন স্থানীয়রা। তারা বলেন, এ গরমে বেশি বেশি তৃষ্ণা পায়। এছাড়া দূর দূরান্ত থেকে অনেকেই শহরে এসে হাঁপিয়ে যান। অন্তত এখান থেকে পানি পান করে সাধারণ মানুষ তৃষ্ণা মেটাতে পারবেন এবং একটু স্বস্তি পাবেন।

পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। এমন অবস্থায় খেটে খাওয়া শ্রমিক ও সাধারণ পথচারীদের একটু স্বস্তি দিতে বিনামূল্যে বিশুদ্ধ ঠান্ডা পানি ও শরবত বিতরণ করা হচ্ছে। তাপদাহ যতদিন থাকবে আমাদের এই কার্যক্রমও অব্যাহত থাকবে। এই তীব্র গরমে পথচারীদের সতেজ রাখতেই আমার এই উদ্যোগ।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:৪৩ অপরাহ্ণ
  • ৬:৪৯ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ