লক্ষ্মীপুরে অনুমতি ছাড়াই নৌকার জনসভা


প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২৩, ১০:১২ অপরাহ্ন / ১৩১
লক্ষ্মীপুরে অনুমতি ছাড়াই নৌকার জনসভা

লক্ষ্মীপুর প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন লক্ষ্মীপুর-২ রায়পুর (সদর আংশিক) আসনে অনুমতি ছাড়াই জনসভা করার অভিযোগ উঠেছে নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে।

লিখিত অনুমতি ছাড়া এমন সভা করাই বিব্রত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নিয়ম-নীতির তোয়াক্কা না করে এমন জনসভা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন বলে আশংকা প্রকাশ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। সোমবার (২৫ ডিসেম্বর) রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সভার আয়োজন করে রায়পুর উপজেলা আওয়ামী লীগ।

নির্বাচনী আচরণ বিধির ৬ নং অনুচ্ছেদের খ নং বিধি অনুযায়ী কোনো নিবন্ধিত রাজনৈতিক দল বা দলের মনোনীত প্রার্থী অথবা কোনো স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষের কোনো ব্যাক্তি সভা-সমাবেশ করতে চাইলে সভার দিন, সময় ও স্থান সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে অনুমতি গ্রহণ করতে হবে। এমনকি এরুপ লিখিত আবেদন প্রাপ্তির সময়ের ক্রমানুসারে প্রদান করতে হবে। একই বিধির গ নং ধারায় বলা হয়েছে, সভা, সমাবেশ করতে চাইলে প্রস্তাবিত সভার কমপক্ষে ২৪ ঘন্টা পূর্বে তার স্থান এবং সময় সম্পর্কে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। যাতে করে তারা ঐ স্থানে চলাচল ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে।

তবে এসবের তোয়াক্কা না করে এদিন সকাল দশটা থেকে কয়েক ঘন্টা ব্যাপী সভা চালিয়েছে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা।
এ বিষয়ে রায়পুর রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বলেন, বিষয়টি আমি সভা চলাকালীন সময়ে জেনেছি।
একই প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন বলেন, লিখিত অনুমতির বিষয়ে রির্টানিং কর্মকর্তা বলতে পারবেন। আমি কিছু জানি না।
জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, চার-পাঁচ দিন আগে আমাদের জানানো হয়েছে। লিখিত অনুমতি দেয়া হয়নি।
তবে জেলা প্রশাসকের দাবির বিপরীতে দেখা যায় আবেদন পত্রে অনুরোধকারী নৌকা প্রতীকের প্রার্থী নূর উদ্দিন চৌধুরী নয়নের স্বাক্ষরের নিচে তারিখ ছিলো ২৪ ডিসেম্বর ২০২৩ইং। এমনকি আবেদনের পক্ষে স্বাক্ষর করা তানভীর আহম্মেদের স্বাক্ষরের নিচে লেখা ছিলো ২৫ ডিসেম্বর ২০২৩ইং। ফলে এখানেও চোখে পড়ে বড় আকারের গড়মিল। এতে করে ধারণার অপেক্ষা রাখে না, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে সভা পরিচালনা করেছেন নৌকার প্রার্থী ও রায়পুর উপজেলা আওয়ামী লীগ।

অনুমতির বিষয়ে জানতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়নকে একাধিকবার মোবাইল ফোনে কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

নামাজের সময় সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ৪:৪৩ অপরাহ্ণ
  • ৬:৪৯ অপরাহ্ণ
  • ৮:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ