‘পরাণ’, ‘দামাল’— সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেতা সরিফুল ইসলাম রাজ এবং অভিনেত্রী বিদ্যা সিন্হা সাহা মিম অভিনীত দুই ছবি। যে ছবির পরিচালক রায়হান রফি। রাজ আর মিমের জুটি রীতিমতো দর্শকের নজর কেড়েছে। এক দিকে যখন এই জুটি নিয়ে এত হইচই, ঠিক তখনই মিম এবং রাজের বিরুদ্ধে অভিযোগ আনলেন নায়কের স্ত্রী পরীমণি।
পরীমণি বাংলাদেশের জনপ্রিয় নায়িকা। সদ্য মা হয়েছেন তিনি। তা নিয়েও দর্শকের উৎসাহ কম ছিল না। এরই মধ্যে নতুন গুঞ্জন, ছবি করতে গিয়ে নাকি নায়িকা মিমকে মন দিয়ে বসেছেন নায়িকার স্বামী রাজ। আর এই খবর কানে যেতেই তেলেবেগুনে জ্বলে উঠেছেন পরীমণি। সমাজমাধ্যমে রীতিমতো আক্রমণ করলেন স্বামী এবং মিমকে। সঙ্গে দুষলেন ছবির পরিচালক রফিকেও। নায়িকা পরিচালকের উদ্দেশে লেখেন, “সিনেমার সাথে সাথে দালালিটাও ভাল করেন দেখি।” মিমের জন্য পরীমণির বার্তা, নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল। অন্য দিকে নিজের স্বামীকেও ছেড়ে কথা বলেননি তিনি। রাজের নাম উল্লেখ করে লেখেন, “এটা এত দূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার, ধন্যবাদ।”
আপনার মতামত লিখুন :